আপনি সন্তানের পাশে দাঁড়াতে চান। কিন্তু অনেক সময় বুঝতে পারেন না—
এই জায়গাটা পরিষ্কার না হলে, আরও পড়া বা বোঝানো কাজ করে না।
এই ধাপে আপনাকে কেউ পড়াবে না। কেউ lecture দেবে না। কেউ আপনাকে পরীক্ষা নেবে না।
আপনি ঠিক কোথায় আটকে আছেন, সেটা পরিষ্কার করে ধরা হবে।
এই টুল ধাপে ধাপে দেখায়— কোন ধারণাটা আগে জানা দরকার, আর কোথায় থামা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
এই ধাপটা শেষ না করলে, পরের ধাপে যাওয়ার মানে হয় না।
আমি আগে বুঝে নিতে চাই—আমি কোথায় আটকে আছিএই ধাপটি ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যা হলে সাহায্যের জন্য এখানে ক্লিক করুন
এই ধাপটি নিয়ে কোনো দ্বিধা থাকলে সাধারণ প্রশ্ন ও পরিষ্কার উত্তর দেখে নিতে পারেন।